অনলাইন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষিত

 

 

সেবামূলক সংগঠন ‘প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশন’- এর নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষিত হয়েছে৷ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে ঢাকার শ্যামপুর ওয়াসা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৩৯ সদস্যবিশিষ্ট ওই কমিটি ঘোষণা করা হয়৷ বিশিষ্ট সমাজসেবক ড. আলহাজ্ব মো. শরীফ আব্দুল্লাহ হিস শাকি, এমএ,এলএলএম, পিএইচডি ইন লও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ মনির৷
এতে নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি পদে হারুন অর রশিদ আরিফ, সম্পাদক পদে কেএসএম আব্দুল কাদির ও সাংগঠনিক সম্পাদক পদে শেখ মো. রাজু অধিষ্ঠিত হন৷

জাঁকজমকপূর্ণ ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়াকার্স পার্টি, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও সংগঠনটির উপদেষ্টা মাহমুদ হোসেন, প্রোপার্টিজ লিমিটেডের ইনভেস্ট পার্টনার মো. ইসমাইল খান আরমানি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. হেলাল খান৷ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম৷

এসময় প্রধান অতিথি ড. আলহাজ্ব মো. শরীফ আব্দুল্লাহ হিস শাকি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রবাসীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান৷ তাদের রক্ত ঘাম করা পরিশ্রম, ত্যাগেই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে৷ মানুষের জন্য, মানবতার জন্য যে প্রয়াস এই সংগঠনটির সদস্যরা চালিয়ে যাচ্ছেন, তা প্রশংসনীয়৷ ইতোমধ্যে সারাদেশে অসংখ্য সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এটি জনসাধারণের মাঝে আস্থার জায়গা করে নিয়েছে৷ দেশের মাটি থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও দেশের মানুষের জন্য এই দরদ, এই ভালোবাসার তুলনাহীন৷ আপনাদের যেকোনো শুভ উদ্যোগে আমরা পাশে আছি৷

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাখাওয়াত হোসেন বলেন, মানবসেবার ব্রত নিয়েই প্রতিষ্ঠানটির জন্ম৷ আমরা সদস্যদের অনুদান, চাঁদার মাধ্যমে অবহেলিত, নিষ্পেষিত জনগণের পাশে থাকি৷ সংগঠনটির মাধ্যমে সেলাই মেশিন বিতরণ, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তার মতো অসংখ্য কার্যক্রম পরিচালিত হচ্ছে৷ আমরা বিশ্বাস করি, এই সংগঠন একদিন মহীরুহে রূপ নিবে৷ তারই ধারাবাহিকতায় যোগ্যতম ব্যক্তিদের সমন্বয়ে আজ নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষিত হলো৷ তাদের হাত ধরে জেলাটিতে আমরা দৃঢ় অবস্থানের জানান দিবো৷ কমিটিতে যারা এসেছেন, তারা সকলেই দীর্ঘদিন ধরে সেবামূলক কাজের সাথে জড়িত৷ তাই তাদের কাছে আমাদের প্রত্যাশাও অনেক৷

কমিটিতে সভাপতি পদে সমাজসেবক হারুন অর রশিদ আরিফ, সাধারণ সম্পাদক পদে কেএসএম আব্দুল কাদির, সহ সাধারণ সম্পাদক পদে মো. জসিম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক পদে শেখ মো. রাজু, কোষাধ্যক্ষ পদে মো. সামছুল হক আরজু ও প্রচার সম্পাদক পদে মো. নাইম প্রকাশ রয়েছেন৷ ৩৯ সদস্যবিশিষ্ট ওই কমিটির সকলেই জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন৷

Facebook Comments Box

[ppsp_buttons]

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষিত

প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে উধাও হাদির কবিতা