ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২৫: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আলোচিত ‘বিদ্রোহী’ কবিতাটি আকস্মিকভাবে সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে পেজটির প্রোফাইল ছবিও বর্তমানে অদৃশ্য অবস্থায় রয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকালে বিষয়টি নেটিজেনদের নজরে আসার পর থেকেই শুরু হয় নানা গুঞ্জন ও কৌতূহল। সম্প্রতি শরীফ ওসমান হাদির এই কবিতাটি প্রধান উপদেষ্টার পেজে শেয়ার করার পর তা দেশজুড়ে ব্যাপক আলোচনা ও আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু আজ সকালে পেজটিতে ঢুকে দেখা যায়, আলোচিত সেই পোস্টটি আর নেই এবং প্রোফাইল ছবির জায়গাটিও শূন্য হয়ে আছে।
বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিলে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যাখ্যা প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ জানান, সরকারের পক্ষ থেকে কোনো পোস্ট বা প্রোফাইল ছবি ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা (ডিলিট) হয়নি।
তিনি বলেন:
“এটি মূলত ফেসবুকের কোনো একটি কারিগরি ত্রুটির (Technical Error) কারণে ঘটেছে। আমরা বিষয়টি সমাধানের জন্য ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।”
প্রেস উইং থেকে জানানো হয়েছে, কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে পেজটিতে এই পরিবর্তন দেখা যাচ্ছে। দ্রুতই পেজটি আগের অবস্থায় ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
তবে দেশের চলমান প্রেক্ষাপটে অত্যন্ত সংবেদনশীল এই সময়ে এমন ‘টেকনিক্যাল ইরর’ সাধারণ ব্যবহারকারীদের মধ্যে গভীর কৌতূহল ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া পাওয়ার পর পেজটি পুনরায় স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন